পীরগঞ্জে সরকার এন্টারপ্রাইজে আগুন
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় সরকার এন্টারপ্রাইজ নামে একটি কৃষি যন্ত্রাংশ বিক্রয় প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সরকার এন্টারপ্রাইজের প্রোপাইটর সুলতান মোহাম্মদ সরকার জানান, তার বাড়ি দিনাজপুর শহরে। রাতে ঢাকাগামি আন্তনগর ট্রেনে দিনাজপুরে যাওয়ার জন্য স্টেশনে অবস্থান করা কালে খবর পান শহরের পূর্ব চৌরাস্তায় সরকার এন্টারপ্রাইজ নামে তার ব্যাবসা প্রতিষ্ঠানে আগুন লাগেছে। দ্রুত দোকানে আসেন। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে দোকানের আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে তার দোকানের ১৩ বান্ডিল লতা পাইপ, ৫০ টি কীটনাশক ছিটানো স্প্রে মেশিন সহ বিভিন্ন বৈদ্যুতিক মটর ও কয়েল পুড়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে
0 Comments